Saturday , October 5 2024

বিডিইউতে Applink-Banglalink Career Guidance শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এ ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে BDU ক্যারিয়ার সেন্টারের আয়োজনে Applink-Banglalink ক্যারিয়ার গাইডেন্স সেশন অনুষ্ঠিত হয়েছে। যেখানে ক্যাম্পাস লিডার হিসেবে নিযুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী জালাল উদ্দিন মুহাম্মদ আকবর।

ফটো কালেক্টেড

Applink-Banglalink ক্যারিয়ার গাইডেন্স সেশনে বিশ্ববিদ্যালয়ের মোট ৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং তাদের উদ্ভাবিত বিজনেস আইডিয়া প্রদর্শন করেন। এই আইডিয়াগুলো মূলত দুটি ক্যাটাগরিতে বিভক্ত ছিল: ১.Wizard ২. API Apps। “ক্লিয়ার বিজনেস মডেল এবং নতুন কিছু উদ্ভাবনকে ভিত্তি করে বিচার করা হয়।”

সকল আইডিয়া থেকে মোট ১০টি আইডিয়াকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সম্মানিত এডুকেশনাল টেকনোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান স্যার এবং তিনি তার মূল্যবান বক্তব্য প্রদান করেন।

প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন Applink-Banglalink এর প্রোজেক্ট স্পেশালিস্ট রিয়াজ উদ্দিন সাদিদ। এছাড়াও উপস্থিত ছিলেন BDU ক্যারিয়ার সেন্টারের ডিরেক্টর মো.
ছানাউল্লাহ স্যার, আশিক
সালেহিন স্যার এবং রাব্বি খান স্যার।

Applink-Banglalink তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের সাবলীল করে তোলাই তাদের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

en_USEnglish