Thursday , December 5 2024

বিডিইউতে Roadmap to Competitive Programing and Future Aspects বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিডিইউ ক্যারিয়ার সেন্টারের উদ্যোগে Roadmap to Competitive Programing and Future Aspects শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইনহাউজ এই প্রশিক্ষণে সেশন পরিচালনা করেছেন আই আর ই বিভাগের প্রভাষক জনাব সৌরভ চন্দ্র দাস। তিনি শিক্ষার্থীদের প্রোগ্রামিং এ সফল ক্যারিয়ার গড়া ও প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং এ দক্ষতা অর্জনেএ গাইডলাইন প্রদান করেন। উক্ত প্রশিক্ষণে বিডিইউর বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

en_USEnglish