বিডিইউ ক্যারিয়ার সেন্টারের উদ্যোগে CV and Resume Writing শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইনহাউজ এই প্রশিক্ষণে সেশন পরিচালনা করেছেন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রভাষক জনাব রাকিব হোসেন। তিনি শিক্ষার্থীদের সফল ক্যারিয়ার গড়তে কার্যকরী সিভি ও রিজিউমি তৈরি করতে ল্যাটেক এর ব্যবহার এর উপরে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন। উক্ত প্রশিক্ষণে বিডিইউর বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেয়।